মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2024 9:49 PM

printer

মন্ত্রিসভা আজ ২শো৩৪ টি নতুন শহরে ৭শো৩০ টি বেসরকারী এফ এম চ্যানেলের ই নিলামের বিষয়ে ছাড়পত্র দিয়েছে।

মন্ত্রিসভা আজ ২শো৩৪ টি নতুন শহরে ৭শো৩০ টি বেসরকারী এফ এম চ্যানেলের ই নিলামের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে নতুন চ্যানেলের সংখ্যা ১৩। এ ছাড়াও উত্তরপ্রদেশে ৩২, অন্ধ্রপ্রদেশে ২২, মধ্যপ্রদেশে ২০, রাজস্থানে ১৯, বিহারে ১৮, মহারাষ্ট্রে এবং তামিলনাড়ুতে ১১ টি করে এবং আসামের ৬টি বেসরকারী এফ এম চ্যানেলে এই ই নিলাম হবে।

 মাতৃভাষায় অনুষ্ঠান সম্প্রচারে উতসাহ দিতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, এই সিদ্ধান্ত, এফ এম রেডিওকে সমাজের দ্বি ও ত্রি স্তরীয় শহরের কাছে পৌঁছে দেবে। নজর দেওয়া হবে স্থানীয় শিল্পীদের ওপর। এজন্য ন্যূনতম মূল্য ধরা হয়েছে ৭শো৮৪ কোটি টাকা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন