মনিপুর সরকার আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং মন্ত্রিসভার সদস্যরা, বিধানসভার অধ্যক্ষ ও দলের বিধায়করা গতকাল রাজ্যপাল লক্সমান প্রসাদ আচার্যর সঙ্গে রাজভবনে দেখা করেন।কেন্দ্রীয় সরকারকে রাজ্যে শান্তি নিশ্চিত করা, ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলে বেড়ার কাজ দ্রুত শেষ করা সহ ৮ দফা দাবিপত্র পেশ করা হয়।