মধ্যপ্রদেশে কৃষকদের এখন থেকে ৫ টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। গতকাল ভূপালে আয়োজিত কিষাণ আভার সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব বলেন যে, এই সুবিধাটি পর্যায়ক্রমে রাজ্যের সব কৃষকদের জন্য উপলব্ধ হবে।
আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে ন্যূনতম মূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে মধ্যাঞ্চল থেকে শুরু হচ্ছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মধ্যপ্রদেশ সরকার আগামী তিন বছরে কৃষকদের বিদ্যুৎ উৎপাদনে স্বাবলম্বী করতে ৩০ লক্ষ সৌর পাম্পও প্রদান করবে। সৌর পাম্প নীতির অধীনে, প্রতি বছর ১০ লক্ষ সংযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করা হবে এবং তাদের নগদ অর্থ প্রদান করা হবে।