মধ্যপ্রদেশের শেওপুরে কুনো জাতীয় উদ্যানে আজ চিতা পরিবারের আরও পাঁচ সদস্যকে মুক্তভাবে বিচরণ করার সুযোগ দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে আসা গামিনী নামের একটি মহিলা চিতাকে উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে। গামিনীর সঙ্গে তার ২ পুরুষ এবং ২ মহিলা শাবক থাকবে। উদ্যানের খাজুরি পর্যটন অঞ্চলে চিতা সংরক্ষণের আরেকটি সাফল্য অর্জিত হল। এর আগে ফেব্রুয়ারিতে, এই বনে চারটি চিতা ছেড়ে দেওয়া হয়। আজ গামিনীকে ছাড়ার পর কুনোর বারোটি প্রাপ্তবয়স্ক চিতার মধ্যে মোট সাতটি এই উদ্যানে মুক্তভাবে বসবাস করবে।
Site Admin | March 17, 2025 9:58 AM
মধ্যপ্রদেশের শেওপুরে কুনো জাতীয় উদ্যানে আজ চিতা পরিবারের আরও পাঁচ সদস্যকে মুক্তভাবে বিচরণ করার সুযোগ দেওয়া হবে।
