মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ রাজ্যের নবম বাঘ সংরক্ষণ প্রকল্প – মাধব জাতীয় উদ্যান – উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বাঘ এবং বাঘিনীকে ওই জাতীয় উদ্যানে ছাড়া হবে। মুখ্যমন্ত্রী পার্কের ভেতরে ১৩ কিলোমিটার দীর্ঘ পাথর দিয়ে তৈরি একটি সুরক্ষা প্রাচীরও উদ্বোধন করবেন। এক বিবৃতিতে, শ্রী যাদব রাজ্যকে নবম বাঘ সংরক্ষণাগার উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটি দেশের ৫৮তম ব্যাঘ্র প্রকল্প। শিবপুরী জেলায় এই জাতীয় উদ্যান বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটনকে উৎসাহিত করবে। এখন এই বনে পাঁচটি বাঘ রয়েছে। আজ আরও দুটি বাঘ ছাড়ার ফলে এই সংখ্যা বেড়ে সাত হবে।
Site Admin | March 10, 2025 8:48 AM
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আজ রাজ্যের নবম বাঘ সংরক্ষণ প্রকল্প – মাধব জাতীয় উদ্যান – উদ্বোধন করবেন
