মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 7, 2024 4:28 PM

printer

মণিপুরে, আজ সকাল থেকে  বিভিন্ন স্থানে দুষ্কৃতিদের গুলিতে  ছয়জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

মণিপুরে, আজ সকাল থেকে  বিভিন্ন স্থানে দুষ্কৃতিদের গুলিতে  ছয়জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

সকালে , জিরিবাম জেলায় দুষ্কৃতিরা একটি বাড়িতে ঢুকে   ঘুমন্ত অবস্থায় একজন বেসামরিক নাগরিকের মাথায় গুলি চালায়।  ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে জিরিবাম থানার নুংছেপিতে  দুটি গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেই সময়  তিন সন্দেহভাজন জঙ্গিসহ চারজন নিহত হয়েছে।

কালচিং জেলার তাংজেং খুনজাওতেও বন্দুকযুদ্ধ চলছে এবং দুজন সেখানে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে চিকিতসা চলছে ।

উল্লেখ্য, মইরাং শহরে গতকাল রকেট বোমা বিস্ফোরণে এক জন নিহত ও পাঁচজন আহত হন। এই ঘটনার পরে রাতে উত্তেজিত জনতা  মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নকে ঘেরাও করে । বিভিন্ন জায়গায় অস্ত্র ও গোলাবারুদ লুট করার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতাকে  ছত্রভঙ্গ করে দেয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন