মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে চলছে পুন্যস্নান। শীত উপেক্ষা করে সাধুসন্তদের পাশাপাশি দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুন্যার্থীরা ডুব দিচ্ছেন সাগরে। অমৃত স্নানের পর ভক্তরা কপিল মুণির আশ্রমে পুজো দিচ্ছেন। মেলাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
এদিকে, পৌষ সংক্রান্তি উপলক্ষে বাংলার ঘরে ঘরে বানানো হচ্ছে পিঠেপুলি। চলছে সংক্রান্তির পূজার্চনা। অনেক জায়গায়তেই রং-বেরং-এর ঘুড়ি ওড়ানো হচ্ছে।
মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গায় পূণ্য স্নান নির্বিঘ্নে সম্পন্ন করতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ বিকেল তিনটে পর্যন্ত চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। বাতিল করা হয়েছে সাতটি ট্রেন।