ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলে কারচুপির অভিযোগে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। গতকাল শাসক দল ইউনাইটেড সোশালিস্ট পার্টির প্রার্থী, বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করার পর হাজার হাজার মানুষ রাজধানী কারাকাসে জড়ো হন। মিছিল করে তাঁরা রাষ্ট্রপতি ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনী তাদের পথ আটকায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রয়োগ করা হয় কাঁদানে গ্যাস এবং রবার বুলেট।
এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলি দাবি করেছে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ, মাদুরোর থেকে অনেক বেশি ভোট পেয়েছেন। ভোটের আগে জনমত সমীক্ষাতেও গঞ্জালেজের জয়ের ইঙ্গিত মেলে।
অন্যদিকে, আমেরিকার নেতৃবৃন্দ এই ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের রায়ের প্রকৃত প্রতিফলন ঘটেনি। ভেনেজুয়েলার নির্বাচনী পর্ষদকে ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছে মার্কিন প্রশাসন।