ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ইয়াংগং এবং নেপিদতে অপারেশন ব্রহ্মার আওতায় ভারতীয় বায়ু সেনার পাঁচটি বিমানে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। দুটি সি সেভেন্টিন বিমানে ৬০ টি প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স, দুটি সি ওয়ান থারটি বিমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং ১০ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এর আগে মায়ানামারে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। ভূমিকম্পের পর বিমানবন্দর সম্পূর্ণরূপে কার্যকর না হলেও ভারতই প্রথম দেশ হিসাবে সেখানকার রাজধানীতে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এনডিআরএফ-এর দলটি আজ প্রথম উদ্ধারকারী দল হিসাবে মান্ডালায় পৌঁছবে। বিমান এবং নৌ বাহিনীর মাধ্যমে মোট ১৩৭ টন সাহায্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ১১৮ সদস্যের শত্রুজিত ব্রিগেডের মেডিকেল টিম সেখানে গেছে। প্রাকৃতিক বিপর্যয়ে আহতদের জরুরী পরিষেবা দিতে ভারতীয় সেনা একটি ৬০ শয্যার চিকিত্সা কেন্দ্র গড়ে তুলবে। ভারতের এই মানবিক সাহায্য প্রতিবেশী প্রথম নীতির প্রতি ভারতের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করে।