ভুটান নরেশ জিগমে খেশর নামগিয়াল ওয়াঞ্ছুক আজ প্রয়াগরাজের মহা কুম্ভে যাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করবেন।
ভুটানের রাজা গতকাল উত্তর প্রদেশের লখনউতে পৌঁছন। তিনি প্রয়াগরাজে অক্ষয়ভাট ও বড়ে হনুমান মন্দিরও পরিদর্শন করবেন। ডিজিটাল মহাকুম্ভ অভিজ্ঞতা কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মহাকুম্ভের বিভিন্ন দিকও খতিয়ে দেখবেন ভূটান নরেশ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্হিত থাকবেন।
এদিকে, মহাকুম্ভে দেশ বিদেশের কয়েক কোটি পুন্যার্থী গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্য অবগাহন করেছেন।
প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে গতকাল তৃতীয় অমৃত স্নান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। স্নান সেরেছেন ২ কোটি ৩৩ লক্ষের বেশি পুন্যার্থী। মহাকুম্ভ মেলার মূল ধর্মীয় প্রথাগুলির মধ্যে এই অমৃত স্নান বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে প্রথম দুটি অমৃত স্নান হয় ১৪-ই জানুয়ারী মকর সংক্রান্তি ও ২৯-শে জানুয়ারী মৌনি অমাবশ্যায়।
১৩- জানুয়ারী শুরু হওয়া এই মেলা চলবে ২৬-শে জানুয়ারী পর্যন্ত। ৩৭ কোটিরও বেশি পুন্যার্থী এপর্যন্ত ত্রিবেণী সংগমে পুন্য স্নান সেরেছেন।
গত সপ্তাহে ৭১-টি দেশের কূটনীতিবিদ সহ ১১০ সদস্যের প্রতিনিধি দল পুণ্য অবগাহন করেন।