ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৫। নিখোঁজ ১৪১ জন। রাজধানী হ্যানয় থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেড নদীর জলস্তর গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লাও কাই প্রদেশের প্রত্যন্ত পার্বত্য গ্রাম লাং নুতে গতকাল ভূমিধসে ২২ জন প্রাণ হারান। উদ্ধার অভিযান অব্যাহত।
টাইফুনের জেরে থাইল্যান্ডের উত্তরাঞ্চল, লাওস ও মায়ানমারে প্রবল বৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত চীনও। থাইল্যান্ডের দুটি প্রদেশে অন্তত দু’জন মৃত্যু হয়েছে। শত শত মানুষ বন্যা কবলিত। প্রধানমন্ত্রী পাইতংতার্ন শিনাওয়াত্রা জানিয়েছেন, প্রায় নয় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত।