ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম- মিনহ্- চিনাহ, তিন দিনের সফরে গতরাতে নতুন দিল্লী পৌঁছেছেন। এবারের গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে এসেছেন, একাধিক মন্ত্রী, উপমন্ত্রী, বাণিজ্যিক শীর্ষ নেতৃত্ব সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
এদেশ সফরে আসা ভিয়েতনামের প্রধানমন্ত্রী কে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হান্ডেলে পোস্টে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, তাঁকে স্বাগত জানান। শ্রী জয়সওয়াল ভিয়েতনামের সঙ্গে ভারতের সু প্রাচীন সভ্যতার এবং দীর্ঘমেয়াদি মৈত্রীর সম্পর্কের উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী চিনাহর সফরে দু’দেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরো মজবুত হবে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হবেন। তাঁর সম্মানে শ্রীমোদী
মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন।
প্রধানমন্ত্রী চিনাহ্, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধানখার, বিদেশ মন্ত্রী ডক্টর এস জয় শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে 2016 এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিয়েতনাম সফরের ফলে দু’দেশের সুপ প্রাচীন ঐতিহাসিক সম্পর্ক নিবিড়তর হয়েছে।
ভারত তার অ্যাক্ট ইস্ট নীতির এক মূল স্তম্ভ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভিয়েতনাম কে মনে করে।