ভারী বৃষ্টিতে অন্ধপ্রদেশের জনজীবন ব্যাহত। বিজওয়াড়া এবং গুন্টুর জেলায় বন্যা পরিস্হিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিজনিত কারণে ইতমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বিজয়ওয়াড়াতেই ৫ জনের মৃত্যু হয়েছে। বিজয়ওয়াড়ার রাস্তাগুলিতে তিন থেকে চার ফিট জল জমে আছে। গত দু-দশকের মধ্যে এই অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। সরকার মৃতদের নিকট পরিজনদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। বিজয়ওয়াড়া – কাজিপেট রুটে ২৪-টি ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে। ৩০-টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে।
তেলেঙ্গানাতেও মহাবুবাবাদ জেলায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ – মধ্য রেল সূত্রে জানানো হয়েছে, রেল লাইনে জল উঠে যাওয়ায় বেশকিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে।