ভারত ২০২৩-২৪ সময়কালে সর্বোচ্চ কয়লা উৎপাদন করেছে। এই সময় সারা ভারতে কয়লা উৎপাদন প্রায় ১১ দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ সালে কয়লা উৎপাদন হয় উনোয়াশি কোটি একত্রিশ লক্ষ টনের বেশী । অন্যদিকে ২০২৩-২৪ সময়কালে নিরানব্বই কোটি ৩১ লক্ষ টনের বেশী কয়লা উৎপাদিত হয়েছে। কয়লা মন্ত্রক আরও জানিয়েছে, এ মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রায় ৯৬ কোটি ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা সরবরাহ করা হয়েছে।
মন্ত্রক বলেছে, ‘আত্মনির্ভর ভারত’- অভিযানের অঙ্গ হিসেবে যে সব সংস্কার কার্যকর করা হচ্ছে তার ফলে কোকিং কয়লা উৎপাদন আগামী পাঁচ বছরে ১৪০ মেট্রিক টন ছুঁতে পারে।, ২০২৩-২৪ অর্থবছরে মোট কোকিং কয়লা উৎপাদন হয়েছে ৬ কোটি আটষট্টি লক্ষ টনের বেশী।