ভারত সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সামগ্রিক আলোচনায় বসবেন।
আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে তাঁকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। এই সফরে কাতারের আমির, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্রীমতী মুর্মু তাঁর সম্মানে এক ভোজসভার আয়োজন করেছেন।
গতকাল আমির, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
সাম্প্রতিককালে ভারত -কাতার অংশীদারিত্ব বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, কাতারের আমির গতকাল দুদিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। আমিরের সঙ্গে এসেছেন মন্ত্রী, শীর্ষ আধিকারিক ও বাণিজ্য নেতাবৃন্দের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল।