ভারত সফররত আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। তিনদিনের সফরে গত সন্ধ্যায় ্তিনি নতুন দিল্লি এসে পৌঁছন ।
তাকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। আবুধাবির যুবরাজ হবার পর এই প্রথম তার ভারত সফর। তার সঙ্গে আবুধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধিরা এই সফরে এসেছেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক করবেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন । যুবরাজ আগামীকাল মুম্বাইয়ে এক বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। তাঁর ভারত সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।