ভারত, রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্যপদে অধিক প্রতিনিধিত্বের পক্ষে সওয়াল করেছে। বিশেষত আফ্রিকার দেশগুলির অংশগ্রহণের উপরেতে জোর দিয়ে ভারত দাবি করে নিরাপত্তা পরিষদে রাজনৈতিক অনৈক্যের জন্য শান্তিরক্ষা অভিযান ব্যাহত হচ্ছে।
গতকাল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন গত কয়েক বছর ধরে নিরাপত্তা পরিষদে রাজনৈতিক অনৈক্য শান্তি রক্ষা ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি থেকে বেরোতে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদে প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে হবে বলে তিনি জানান।