ভারত, ভুটানের সঙ্গে তার নিবিড় মৈত্রীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরো জোরদার করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।
ভুটান সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের প্রধানমন্ত্রী শেরিং তোপগে-র সঙ্গে সাক্ষাৎ করে ভারতের এই অবস্থানের কথা তুলে ধরেন। ভুটান সরকার ও সেদেশের জনগণের অগ্রাধিকারের কথা মাথায় রেখেই দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে বলে বিদেশ সচিব প্রতিশ্রুতি দেন।
বিক্রম মিশ্রী পরে ভুটানের বিদেশ মন্ত্রী ডি এন থুঙ্গেল-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-বার্তা হয়।
উল্লেখ্য, দুদিনের সরকারি সফরে বিদেশ সচিব গতকালই থিম্পু পৌঁছেছেন।