ভারত, ২০২৮ সালের মধ্যে জার্মানিকে পিছনে ফেলে, বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে অর্থনীতি বিশ্লেষনকারী সংস্থা মর্গ্যান স্ট্যানলি, তাদের রিপোর্টে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি ২০২৩ সালে সাড়ে তিন লক্ষ কোটি ডলার ছিল। ২০২৬ সালে সম্ভাব্য ভারতীয় অর্থনীতির পরিমাণ ৪ দশমিক ৭ লক্ষ কোটি ডলার ছোঁবে। ২০২৮ সালে তা বৃদ্ধি পেয়ে এবং জার্মানিকে পিছনে ফেলে ৫ দশমিক ৭ লক্ষ কোটি ডলারে পৌঁছবে। স্থায়ী বৃহত্তর অর্থনীতির জন্য নীতি প্রণয়ন এবং উন্নত পরিকাঠামো উন্নয়নের কারনেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Site Admin | March 16, 2025 1:20 PM
ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে অর্থনীতি বিশ্লেষনকারী সংস্থা মর্গ্যান স্ট্যানলি উল্লেখ করেছে
