মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 7, 2025 12:11 PM

printer

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটি আজ বৈঠকে বসছে।

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটি আজ বৈঠকে বসছে। সেখানেই জল বণ্টন ইস্যুতে নিজেদের সুপারিশগুলি তারা নিজ নিজ দেশের সরকারের কাছে জমা দেবেন। কমিটির সেই সুপারিশের ভিত্তিতেই  আগামী তিনমাসের মধ্যে গঙ্গার জল বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানা গেছে। ৮৬-তম বৈঠকের প্রথম দিনে গতকাল  বিভিন্ন নদীর জল বণ্টন নিয়ে আলোচনা করতে কারিগরী  কমিটি গঠন করা  হয়। সেখানে দুই দেশের প্রতিনিধিরাই রয়েছেন।

  উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে  ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা  গতকাল কলকাতার একটি পাঁচতারা হোটেলে দফায় দফায় বৈঠক করেন। সেখানে  গঙ্গা-পদ্মা সহ  ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন