মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2024 10:07 PM

printer

ভারত, প্যালেস্তিনিয় শরণার্থীদের সাহায্যের জন্যে ২০২৪- ২৫ আর্থিক বছরে প্রথম কিস্তি বাবদ  ২৫ লক্ষ ডলার  রাষ্ট্র সংঘ ত্রান ও কর্ম সংস্থা UNRWA কে দিয়েছে।

ভারত, প্যালেস্তিনিয় শরণার্থীদের সাহায্যের জন্যে ২০২৪- ২৫ আর্থিক বছরে প্রথম কিস্তি বাবদ  ২৫ লক্ষ ডলার  রাষ্ট্র সংঘ ত্রান ও কর্ম সংস্থা UNRWA কে দিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে আজ এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, ভারত রাষ্ট্রসংঘের প্রধান প্রধান কর্মসূচী ও  পরিষেবার জন্যে ৫০ লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আছে প্যালেস্তিনিয় শরণার্থীদের  জন্যে স্বাস্থ্য , শিক্ষা, ত্রান ও সামাজিক পরিষেবা। পোস্টে আরও বলা হয়েছে,  প্যালেস্তিনিয় শরণার্থীদের  সহায়তা ও কল্যানের জন্যে ভারত বরাবরই বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। । ২০২৩-২৪ আর্থিক বছর পর্যন্ত তারা এই শরণার্থীদের জন্যে রাষ্ট্রসংঘকে ৩৫০ লক্ষ মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

  উল্লেখ্য, নিউ ইয়র্কে UNRWAর সাম্প্রতিক সম্মেলনে , ভারত ঘোষণা করে যে আর্থিক সাহায্য ছাড়াও তারা সংস্থার প্রয়োজন মাফিক ওষুধ পত্র দিয়েও সহায়তা করবে।প্যালেস্তিনের জনগণের জন্যে তারা সময়মত মানবিক ত্রান সহায়তা বজায় রাখার ব্যাপারেও অঙ্গীকার পুনরব্যক্ত করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন