ভারত, প্যালেস্তিনিয় শরণার্থীদের সাহায্যের জন্যে ২০২৪- ২৫ আর্থিক বছরে প্রথম কিস্তি বাবদ ২৫ লক্ষ ডলার রাষ্ট্র সংঘ ত্রান ও কর্ম সংস্থা UNRWA কে দিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে আজ এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, ভারত রাষ্ট্রসংঘের প্রধান প্রধান কর্মসূচী ও পরিষেবার জন্যে ৫০ লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আছে প্যালেস্তিনিয় শরণার্থীদের জন্যে স্বাস্থ্য , শিক্ষা, ত্রান ও সামাজিক পরিষেবা। পোস্টে আরও বলা হয়েছে, প্যালেস্তিনিয় শরণার্থীদের সহায়তা ও কল্যানের জন্যে ভারত বরাবরই বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। । ২০২৩-২৪ আর্থিক বছর পর্যন্ত তারা এই শরণার্থীদের জন্যে রাষ্ট্রসংঘকে ৩৫০ লক্ষ মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, নিউ ইয়র্কে UNRWAর সাম্প্রতিক সম্মেলনে , ভারত ঘোষণা করে যে আর্থিক সাহায্য ছাড়াও তারা সংস্থার প্রয়োজন মাফিক ওষুধ পত্র দিয়েও সহায়তা করবে।প্যালেস্তিনের জনগণের জন্যে তারা সময়মত মানবিক ত্রান সহায়তা বজায় রাখার ব্যাপারেও অঙ্গীকার পুনরব্যক্ত করে।