ভারত, জার্মানির ম্যাগডেবার্গে ভয়াবহ হামলায় পাঁচজন নিহত ও দুই শ-র বেশী মানুষ আহত হওয়ার ঘটনার কড়া নিন্দা করেছে । বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বড়দিনের বাজারে এই ঘটনাকে ভয়াবহ ও কাণ্ডজ্ঞানহীন হামলা বলে বর্ণনা করেছে।
ম্যাগডেবার্গে বড়দিনের বাজারে হামলায় সাত ভারতীয় নাগরিক আহত হয়েছেন। সূত্রের খবর, তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জার্মানির ভারতীয় মিশন এই হামলায় আহতদের সঙ্গে যোগাযোগ রাখছে।
শুক্রবার সন্ধ্যায় ক্রিসমাসের জন্য জিনিস কিনতে আসা ক্রেতাদের ভিড়ে ঠাসা বাজারে একটি গাড়ি ঢুকে পড়ে এই হামলা চালায়।