ভারত- চীন সীমান্ত সংক্রান্ত আলোচনা ও সহযোগিতা বিষয়ক কার্যকরী ব্যবস্থাপনার তেত্রিশ তম বৈঠক গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বৈঠকে দুদেশের সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। মন্ত্রক আরো জানিয়েছে যে ,দুপক্ষ এক্ষেত্রে প্রাসঙ্গিক কূটনৈতিক ও সামরিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং তা বজায় রাখতে সম্মত হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রার মতো সীমান্ত পেরিয়ে আদানপ্রদান ও সহযোগিতা শীঘ্র পুনরায় শুরু করার বিষয়ে দু পক্ষ মতবিনিময় করেছে।
Site Admin | March 26, 2025 10:11 AM
ভারত- চীন সীমান্ত সংক্রান্ত আলোচনা ও সহযোগিতা বিষয়ক কার্যকরী ব্যবস্থাপনার তেত্রিশ তম বৈঠক গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
