ভারত খুব দ্রুত যক্ষা মুক্ত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বলে সরকার জানিয়েছে।২০১৫ সালের তুলনায় ২০২৩ সালে যক্ষা রোগাক্রান্তের সংখ্যা ১৭.৭ শতাংশ হ্রাস পেয়েছে,যা বিশ্বে এই রোগ কমার হিসেবের নিরিখে প্রায় দ্বিগুণ হ্রাস।লোকসভায় অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বে এক উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, টিউবারকিউলোসিস বা টিবি রোগে মৃত্যুর সংখ্যাও এই সময়কালে ২১ শতাংশ কমেছে।
তিনি বলেন, সরকারের লাগাতার প্রচেষ্টায় যক্ষারোগের চিকিৎসা সারাদেশে অনেক বেড়েছে। মন্ত্রী জানিয়েছেন, সরকার দেশের ৩৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪৭ টি জেলায় টিবি দূর করার লক্ষ্যে ১০০ দিনের এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।