ভারত ও সিঙ্গাপুর, স্বাস্থ্য ও ওষুধ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ডিজিট্যাল প্রযুক্তি এবং দুদেশের মধ্যে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে অংশীদারিত্ব নিয়ে চারটি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষর করেছে। প্রতিবেশী এই দুটি দেশ, সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করতে সম্মত হয়েছে, যার মাধ্যমে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি আরো প্রসারিত হবে। সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর মধ্যে আজ প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে এই মৌ স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর শুধুমাত্র ভারতের অংশীদার দেশ নয়, প্রতিটি উন্নয়নশীল দেশের কাছেই অনুপ্রেরণা। দক্ষতা উন্নয়ন, ডিজিটালাইজেশন, ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর, ও সাইবার সুরক্ষার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
শ্রী মোদী বলেন, সিঙ্গাপুরে বসবাসকারী ৩৫ লক্ষের বেশী ভারতীয় দুদেশের সম্পর্কের এক মজবুত বুনিয়াদ গড়ে তুলেছে। ভারতের প্রথম থিরুবল্লুভার সংস্কৃতি কেন্দ্র, শীঘ্রই সিঙ্গাপুরে চালু করা হবে বলে তিনি জানান।
এর আগে সিঙ্গাপুরের সংসদ ভবনে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সেমি কন্ডাক্টার ও ইলেকট্রনিক ক্ষেত্রে সিঙ্গাপুরের অগ্রণী কোম্পানী AEM হোল্ডিংস লিমিটেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের সেমিকন্ডাক্টার কোম্পানীগুলিকে, এমাসের গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী মোদী, সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শম্ভুগরত্নামের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে শ্রী মোদী, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপতির সহযোগিতামূলক ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ জানান। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা সম্পর্ক আরো নিবিঢ় করে তোলার বিদে মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়।
বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব জয়দীপ মজুমদার পরে সিঙ্গাপুরের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।