ভারত ও শ্রীলঙ্কা দু-বার করে কর প্রদানের মতো বিষয় এড়ানো এবং রাজস্ব ফাঁকি রোধ করতে চুক্তি বিনিময় করেছে। উভয় পক্ষের মধ্যে সিভিল সার্ভেন্টদের ট্রেনিং এবং আস্হা তৈরির বিষয়েও মৌ হস্তান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের মধ্যে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পর চুক্তি বিনিময় হয়। উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিশা নায়েকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সফর দু-দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত ইতমধ্যেই শ্রীলঙ্কাকে ঋণ এবং অর্থ সাহায্য হিসেবে ৫-শো কোটি ডলার দিয়েছে। এদেশে পালি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার ঘটনা শ্রীলঙ্কাতেও উদযাপিত হয়েছে। দু-দেশের মধ্যে আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল মৎস্যজীবীদের জীবিকা সংক্রান্ত বিষয়ও। এব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনায় সম্মত হয়েছে দু-পক্ষই। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে দিশানায়েকেকে উষ্ণ অভ্যর্থনা জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দিশানায়েকে।
অন্যদিকে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে তাঁর দেশে অভূতপূর্ব আর্থিক টালমাটালের সময় ভারতে প্রভূত সাহায্যের জন্য ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস্ত করে তিনি বলেন, শ্রীলঙ্কার মাটি ভারতের পক্ষে ক্ষতিকর কোন কার্যকলাপের জন্য তিনি ব্যবহৃত হতে দেবেন না। ভারতের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় দিশানায়েকে তার প্রথম সরকারী তিন দিনের বিদেশ সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বোধ গয়ায় যাওয়ার আগে একটি বাণিজ্যিক ফোরামেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।