ভারত ও মালয়েশিয়া, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলা, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। নতুনদিল্লিতে আজ প্রথম ভারত-মালয়েশিয়া নিরাপত্তা আলোচনায় উভয় দেশ, গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা অনুসন্ধান নিয়ে মতবিনিময় করে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহানির্দেশক রাজা দাতো নুশিরওয়ান বিন জয়নাল আবিদিন বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামুদ্রিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়েও কথা বলেছে উভয় পক্ষ।
Site Admin | January 7, 2025 4:53 PM