মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 20, 2024 9:46 PM

printer

ভারত ও ভুটান যৌথ ভাবে প্রায় ৫ হাজার কোটি টাকার ৬১টি প্রকল্প অনুমোদন করেছে

বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং ভুটানের বিদেশ সচিব আমু প্রেমা চোদেন আজ থিম্পুতে তৃতীয় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে উভয়পক্ষ ৪ হাজার ৯৫৮ কোটি টাকার ৬১টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্প গুলির মধ্যে রয়েছে পরিকাঠামো, শক্তি, দক্ষতা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, ডিজিটাল অর্থনীতি এবং মহাকাশ প্রযুক্তি প্রমূখ। পাশাপাশি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, অংশীদারিত্ব,বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে।
চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফরকালে শ্রী মোদি, ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ভারতের পক্ষ থেকে ১০ হাজার কোটি টাকার সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেন।
উল্লেখ্য,বিদেশ সচিব বিক্রম মিশ্রি দু’দিনের ভূটান সফর আজই শেষ হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন