ভারত ও বাংলাদেশের মধ্যে আজ দু’দেশের বন্দী মত্স্যজীবী বিনিময় সম্পন্ন হবে। ওপার বাংলায় বন্দী ৯৫জন মত্স্যজীবীকে বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় তটরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে। এরা সকলেই দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ও নামখানার বাসিন্দা।
অন্যদিকে, বাংলাদেশের ৯০ জন মত্স্যজীবীকে তুলে দেওয়া হবে সেদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে। এদের মধ্যে ১২ জনকে ডায়মন্ডহারবার সংশোধনাগার থেকে এবং ৭৮ জনকে ওড়িশার পারাদ্বীপ থেকে হলদিয়ার তটরক্ষী বাহিনীর সদর কার্যালয়ে বিনিময়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে।