প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, আসিয়ান দেশগুলির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি, উচ্চতা এবং দিক নির্ণয় করেছে। একবিংশ শতাব্দী, ভারত ও আসিয়ান দেশগুলির শতাব্দী বলে তিনি জোর দিয়ে জানান। ভিয়েন্তিয়েনে ভারত আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিত্যে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও আসিয়ান সম্প্রদায়ভুক্ত দেশগুলি শান্তিকামী দেশ। তারা একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং অখন্ডতাকে সম্মান করে। বিশ্বের নানা প্রান্তে যখন বর্তমানে সংঘাত, উত্তেজনা চলছে সে সময় ভারত ও আসিয়ানের মধ্যে মৈত্রী, সহযোগিতা, আলোচনা এবং অংশীদারীত্ব বজায় থাকা একান্ত প্রয়োজন। অ্যাক্ট ইস্ট নীতিতে আসিয়ানের সঙ্গে স্মপর্কের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,
আগেই জানানো হয়েছে , দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েনতিয়েন পৌঁছেছেন। বিমানবন্দরে লাও প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিলাইভং বৌদ্দাখাম, শ্রী মোদীকে স্বাগত জানান। হোটেলে অভ্যর্থনা জানান ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। পরে প্রদর্শিত হয় লাওতিয়ান রামায়ণ ফালাক ফালাম।