ভারত ও জাপান গতকাল নতুন দিল্লিতে টু প্লাস টু মন্ত্রীস্তরীয় আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলি খতিয়ে দেখে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী ডক্টর এস. জয়শংকর, জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মিনোরু, বিদেশ মন্ত্রী মিজ ইয়োকো কামিকাওয়া এই বৈঠকে যোগ দেন। বৈঠকে মন্ত্রীরা নতুন উদ্যোগের অন্বেষণের কথা বলেছেন যার মাধ্যমে উভয় দেশের সম্পর্ক ও কাজকর্মকে আরও মজবুত করা যাবে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই তারা আঞ্চলিক বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেন। বৈঠকের পর প্রেস বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, টোকিওতে ২০২২ সালে সেপ্টেম্বর মাসে শেষ বৈঠকের পর দুটি দেশ সার্বিক অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এর ফলাফল আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে বলে বলে তিনি মন্তব্য করেন। শ্রী সিং বলেন, এটা সম্ভব হয়েছে দুটি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের অত্যাশ্চার্য সহযোগিতা পূর্ণ সম্পর্কের জন্য। ভারত -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত ও জাপান অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ।
প্রেস বিজ্ঞপ্তিতে বিদেশমন্ত্রী ডক্টর জয়শংকর বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈঠকে গঠনমূলক মন্তব্য পরস্পরের মধ্যে আদান প্রদান করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, এরপরেও সারা বিশ্বে এবং ভারত -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জটিলতা ও অস্থিরতার পরিমণ্ডল রয়েছে। আজকের টু প্লাস টু ডায়ালগ হল একটি সুযোগ, যার সাহায্যে মূল সমস্যার বিশ্লেষণ ও সহযোগিতার বিষয়ে সহমতে পৌঁছানো গেছে। শ্রী জয়শংকর ঘোষণা করেন, ভারত ফুকু-ওকা-তে একটি বাণিজ্যিক দূতাবাস খুলবে যার মাধ্যমে দু দেশের জনগণের যোগাযোগ স্থাপিত হবে। ভারত ও জাপান সন্ত্রাসবাদ ও আন্তঃ সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে।