ভারত ও চীন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সমস্তরকম সংঘাত থেকে পুরোপুরি সরে আসতে তাদের প্রয়াস জরুরী ভিত্তিতে দ্বিগুণ করতে সম্মত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য তথা কেন্দ্রীয় বৈদেশিক বিষয় সংক্রান্ত কমিশনের দফতরের প্রধান ওয়াং ই-র সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে দু-পক্ষ এব্যাপারে সহমতে পৌঁছেছে। নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পাশাপাশি গতকাল দুপুরের মধ্যে এই বৈঠক হয়। সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ভারতের দায়বদ্ধতার কথা বলেন শ্রীদোভাল প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান এবং বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার ওপরও জোর দেন তিনি। দুদেশের সরকারের মধ্যে অতীতে যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটকল এবং সমঝোতা হয়েছিল, উভয় পক্ষেরই তা মেনে চলা উচিত। বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শুধুমাত্র দেশের জন্য নয়, ওই সমগ্র অঞ্চল এবং বিশ্বের জন্য ও গুরুত্বপূর্ণ। এই বৈঠক, নিয়ন্ত্রণ রেখা বরাবর বাকি থাকা বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছতে সাম্প্রতিক চেষ্টার বিষয়ে পর্যালোচনার সুযোগ এনে দিয়েছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আবার শুরু করা এবং সেখানে ভারসাম্য আনা যেতে পারে। দুপক্ষই বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করেছে বলেও, ওই বিবৃতিতে জানানো হয়েছে।
Site Admin | September 13, 2024 9:53 AM