ভারত ও চীন, সাড়ে চার বছরের সামরিক অবস্থানের পর পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচোকের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। সেনা সূত্রে খবর, এজন্য কিছুটা সময় লাগবে। সম্প্রতি, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহল দেওয়ার বিষয়ে চিনের সঙ্গে ভারতের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়েছেন, এই চুক্তির ফলে ২০২০র এপ্রিলে শুরু হওয়া অচলাবস্থা ও উত্তেজনার প্রশমন ঘটবে।
গত বুধবার, রাশিয়ায় কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর মধ্যে। সেই বৈঠকে দুই নেতাই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি এবং সেনা প্রত্যাহারের বিষয়ে এই চুক্তিকে সমর্থন করেন। ২০২০ সালে, পূর্ব লাদাখের গালওয়ানে দুই পক্ষের সেনার মধ্যে রক্তক্ষয়ী হাতাহাতি হয়েছিল। সেই থেকে ভারত ও চীনের সম্পর্ক প্রায় তলানিতে পৌঁছায়। এই সিদ্ধান্তের ফলে সেই সম্পর্ককে ফের স্বাভাবিক হওরার ইঙ্গিত মিলছে। বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন জিনপিং ও মোদী।
সেনা সূত্রে খবর, চলতে মাসের শেষ থেকে দুই দেশের সেনা, ২০২০-র এপ্রিলের আগে যেভাবে টহলদারী চালানো হত সেভাবে সীমান্ত রক্ষার কাজ শুরু করবে। কোনোরকম বিরোধ এড়াতে, স্পর্শকাতর এলাকায় টহল দেওয়ার আগে দুপক্ষই একে অপরের সঙ্গে আলোচনা ও কথাবার্তায় রাজী হয়েছে।