ভারত ও চীন চলতি বছর গ্রীষ্মে কৈলাস – মানস সরোবর যাত্রা আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে গতকাল একথা জানানো হয়। ভারত ও চীনের মধ্যে বিদেশ সচিব এবং উপ-মন্ত্রী পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে সর্বাত্মকভাবে খতিয়ে দেখার পর উভয়পক্ষ সম্পর্ক পুনর্স্হাপনে জনমুখী। বিভিন্ন ব্যবস্হা গ্রহণে সম্মত হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই যাত্রার সিদ্ধান্ত। বর্তমান চুক্তি অনুযায়ী এব্যাপারে পন্থাপদ্ধতি চূড়ান্ত করতে আরও বিস্তারিত আলাপ-আলোচনা করা হবে। উভয় দেশ সীমান্ত পারের নদীগুলির জল বন্টনের ক্ষেত্রে সহযোগিতার জন্য শীঘ্রই ভারত – চীন বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক করতে সম্মত হয়েছে। দু-দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীদের মতামত বিনিময়ের জন্য উপযুক্ত ব্যবস্হা গ্রহণেও রাজি হয়েছে। দু-দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়েও নীতিগত সহমত হয় বৈঠকে। এর জন্য খসড়া পরিকাঠামো চূড়ান্ত করতে দু-পক্ষ যথ শীঘ্র সম্ভব আবার বৈঠকে বসবে।
২০২৫ ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর। সেকারণে পারস্পরিক আস্হা ও বিশ্বাস, পুনঃস্হাপনের জন্য বিভিন্ন ব্যবস্হা গ্রহণের ওপর জোর দেওয়া হয় বৈঠকে।
বিদেশ সচিব তার সফরকালে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরোর সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াংলি ও আন্তর্জাতিক বিষয়ক দফতরের মন্ত্রী লিউ জিয়ান চাও-এর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।