ভারত ও কুয়েত দ্ব্যর্থহীন ভাষায় যে কোন রকমের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। দুই দেশ জঙ্গীদের অর্থের জোগান এবং নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় উভয় পক্ষই সন্ত্রাসবিরোধী অভিযান, সাইবার নিরাপত্তা এবং মৌলবাদ প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। বিদেশ মন্ত্রকের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে দুই দেশ সন্ত্রাসবিরোধী অভিযানে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। অর্থ ও মাদক পাচার বিরোধী আইন প্রয়োগ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতা বৃদ্ধিতে দুপক্ষই সহমত পোষণ করেছে।
Site Admin | December 23, 2024 9:45 AM