মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 18, 2025 6:18 PM

printer

ভারত ও কাতার শক্তি, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি এবং দু-দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারত ও কাতার শক্তি, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি এবং দু-দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও মত বিনিময় করেন। দু-দেশের মধ্যে  কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা, দ্বৈত কর পরিহার ও আয়কর ফাঁকি রোধ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারকপত্র- মৌ স্বাক্ষরিত হয়েছে।

 বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন। কাতারের মন্ত্রী ও বরিষ্ঠ আধিকারিক সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও এতে যোগ দেন।

পরে এই বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের CPV & OIA সচীব অরুণ কুমার চ্যাটার্জি বলেন,    উভয় নেতা দু’দেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বৈঠকে স্মরণ করেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন