মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 25, 2025 4:48 PM

printer

ভারত ও ইন্দোনেশিয়া আজ স্বাস্থ্য, চিরাচরিত চিকিত্সা পদ্ধতি, সামুদ্রিক নিরাপত্তা, সাংস্কৃতিক বিনিময় এবং ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে।

ভারত ও ইন্দোনেশিয়া আজ স্বাস্থ্য, চিরাচরিত চিকিত্সা পদ্ধতি, সামুদ্রিক নিরাপত্তা, সাংস্কৃতিক বিনিময় এবং ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লীতে আজ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্ত-র সঙ্গে দ্বিপাক্ষিক এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক প্রেস বিবৃতিতে বলেন, পারস্পারিক সহযোগিতা নিয়ে দু পক্ষের বিস্তারিত কথা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সামরিক সরঞ্জাম উত্পাদন এবং সরবরাহ বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে। সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং চরমপন্থীদের মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল জন পরিকাঠামোর ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন