ভারত এবং দেশের কূটনীতিকদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে কানাডা কোন প্রমাণ দিতে পারেনি বলে, ভারতের পক্ষ থেকে আবারো জানানো হয়েছে। তদন্ত কমিশনের সামনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্বীকারোক্তির পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ভারত প্রথম থেকে যা বলে আসছিল, এই স্বীকারোক্তি তাতেই সিলমোহর দিয়েছে। এ ধরনের দোষারোপের ফলে ভারত- কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে যে অবনতি ঘটেছে তার দায় সম্পূর্ণভাবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর একার বলে ,শ্রী জয়সওয়াল জানান।
আগেই জানানো হয়েছে,খালিস্থানী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনায় ভারত যুক্ত, এই অভিযোগের স্বপক্ষে জোরালো প্রমান দিতে তার সরকারের খামতি রয়েছে বলে স্বীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৈদেশিক হস্তক্ষেপ জনিত তদন্তে ট্রুডো বলেন ,এই অভিযোগ এর পেছনে কোন জোরালো প্রমাণ নেই, দুর্বল তথ্যের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে।