ভারত-আমেরিকা সম্পর্ককে আরও মজবুত করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা আধিপত্য ঠেকাতে মার্কিন সেনেটে একটি বিল পেশ হয়েছে। সেনেটার মার্কো রুবিও বিলটি পেশ করেন। এই প্রথম কংগ্রেসে কোন ভারত-কেন্দ্রিক বিল উপস্থাপিত হলো। জাপান, ইজরায়েল, কোরিয়া এবং ন্যাটোর মতোই ভারতকে সমমর্যাদা দেবার প্রস্তাব রয়েছে বিলটিতে। ভারতকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেওয়া, প্রতিরক্ষা, অসামরিক মহাকাশ প্রযুক্তি, ওষুধ ও অর্থনৈতিক বিনিয়োগ এর মতো ক্ষেত্রে সহযোগিতার কোথাও বিলে উল্লেখ করা হয়েছে।