ভারত আজ টি -২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। দক্ষিন আফ্রিকা প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য টি -২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, ভারত দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে তৃতীয় বারের জন্য এই ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। ২০০৭ সালে টি -২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত। ২০১৪ সালে ভারত ফের বিশ্বকাপের ফাইনালে ওঠে, কিন্তু শ্রীলঙ্কার কাছে পরাজিত হতে হয় তাদের। রোহিত শর্মার নেতৃত্বে ১৭ বছর পর টি -২০ বিশ্বকাপ ফের দেশে ফিরবে এই আশায় বুক বেঁধেছেন দেশের অগণিত ক্রিকেট সমর্থকরা।
এদিকে, আজ ফাইনাল ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ফাইনালের জন্য রবিবার রিজার্ভ ডে রাখা হয়েছে। দুই ইনিংসেই ন্যূনতম ১০ ওভার খেলা সম্ভব না হলে, রিজার্ভ ডে তে খেলা যাবে। ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলে দুই দলকেই যুগ্মভাবে জয়ী ঘোষনা করা হবে।