ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটেয়। দুই দলই বাংলাদেশ ও আয়োজক পাকিস্তানকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে। আজকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে গ্রুপ এ তে কোন দল শীর্ষে থেকে ও দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে পৌঁছবে। আজকের ম্যাচে ভারতীয় দলের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। আজকের বিজয়ী দল মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং পরাজিত দল বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
Site Admin | March 2, 2025 7:06 AM
ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
