ভারত আজ উন্নয়নশীল দুনিয়ার কণ্ঠ, ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে। এবারের সম্মেলনের মূল ভাবনা – সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক শক্তিশালী দক্ষিণী দুনিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সম্মেলনে গ্লোবাল সাউথের সমস্ত দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মঞ্চে আগের সম্মেলনগুলিতে যেসমস্ত জটিল চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয়, সেব্যাপারে সমাধানের নতুন সূত্র খুঁজে বের করা সম্ভব হবে। এর মধ্যে রয়েছে সংঘাত, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকট এবং জলবায়ু পরিবর্তন। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ এবং সমাধান নিয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করবেন।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, আগের দুটি শিখর সম্মেলনের মতোই এবারেও ভার্চুয়াল এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে এই তৃতীয় সম্মেলন হবে। নতুন দিল্লীতে তৃতীয় রাউন্ডের বৈঠক হবে বিশে আগস্ট। ভারত ও জাপানের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।
বাংলাদেশের ব্যাপার নিয়ে শ্রী জওসওয়াল জানান, হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুরা সেদেশে নিরাপদে থাকবে বলেই তাঁর বিশ্বাস। তবে ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে।