ভারত আগামীকাল উন্নতিশীল দুনিয়ার কন্ঠ, ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের আয়োজন করতে চলেছে। এবারের সম্মেলনের মূল ভাবনা – সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক সশক্ত দক্ষিণী দুনিয়া। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মঞ্চে আগের সম্মেলনগুলিতে আলোচিত জটিল চ্যালেঞ্জগুলির বিষয়ে আলোচনা আরও প্রসারিত করবে। যার মধ্যে রয়েছে সংঘাত, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকট এবং জলবায়ু পরিবর্তন। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ অগ্রাধিকার এবং সমাধান নিয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগের দুটি শিখর সম্মেলনের মতোই ভার্চুয়াল এবং কাঠামোগত ভাবে অনুষ্ঠিত হবে তৃতীয় সম্মেলন, যাতে নেতৃবৃন্দের ও মন্ত্রী পর্যায়ের অধিবেশন থাকবে। উদ্বোধনী অধিবেশন হবে রাষ্ট্র ও সরকার প্রধান স্তরে। এর আয়োজক হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Site Admin | August 16, 2024 11:11 AM