মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 5, 2025 8:38 AM

printer

ভারত, অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে, পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে

ভারত, অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে, পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল  প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ৩ বলে ২৬৪ রানে সব কটি উইকেট হারায়।  অধিনায়ক স্টিভ স্মিথ ৭৩, অ্যালেক্স কেরি ৬১, ট্র্যভিস হেড ৩৯ রান করেন। ভারতের হয়ে মহম্মদ শামি তিনটি, রবীন্দ্র জাদেজা, বরুন চক্রবর্তী দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতে জয়ের জন্যে প্রয়োজনীয় রান  তুলে  নেয়। বিরাট কোহলি ৮৪, শ্রেয়স আইয়ার ৪৫ রান করেন। কে এল রাহুল ৪২ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস , এডাম জামপা দুটি করে উইকেট নেন।

বিরাট কোহলি ম্যাচের সেরা হয়েছেন।

এই নিয়ে ভারত টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন