প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতবর্ষে বিনিয়োগের এটাই প্রকৃত সময়। দেশের অগ্রগতির কাহিনীকে পাথেয় করে ভারতে যে বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে তার দিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, ফরাসী কোম্পানীগুলির প্রতি আহ্বান জানান। প্যারিসে আয়োজিত চতুর্দশ ভারত ফ্রান্স CEO ফোরামে শ্রী মোদী একথা বলেন। ফরাসী রাষ্ট্রপতি এম্যানুয়েল ম্যাক্রঁ সেখানে উপস্থিত ছিলেন। দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক শিল্প সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার দিকটি উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, নীতি নির্ধারনের ক্ষেত্রে স্থিতিশীল পরিমন্ডলের কারণেই দেশ বিশ্ব বিনিয়োগে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।
এবারের বাজেটে বীমা ক্ষেত্রে ১০০% প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের প্রস্তাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিরক্ষা, শক্তি, বিমান চলাচল, মহাকাশ সহ প্রতিটি বিষয়ে বরাদ্দের পরিমাণ বিপুল বাড়িয়েছে। বর্তমানে ভারত শিল্প বৈচিত্র এবং ব্যবসায় ঝুঁকির হার কমানোর প্রকৃত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের মাধ্যমে বিকশিত গত এক দশকে ব্যাপক রূপান্তর ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও সম্মেলনে বক্তব্য রাখেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক অবস্থানের গুরুত্বের ওপর জোর দিয়ে ডঃ জয়শঙ্কর বলেন, সুসংহত সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে ভারতের সঙ্গে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তোলা প্রয়োজন।