ভারতে বনাঞ্চলের পরিমাণ ১ হাজার ৪৪৫ বর্গকিলোমিটার বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রকাশিত ভারতে বনাঞ্চল সংক্রান্ত ২০২৩ সালের প্রতিবেদন বা ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023 থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে এই রিপোর্টটি প্রকাশ করেন। রিপোর্টে জানানো হয়েছে, ভারেত বর্তমানে ৮ লক্ষ ২৭ হাজার ৩৫৭ বর্গকিলোমিটার বনাঞ্চল রয়েছে, যা দেশের মোট ভৌগলিক এলাকার ২৫ দশমিক ১/৭ শতাংশ। এর মধ্যে ৭ লক্ষ ১৫ হাজার ৩৪৩ বর্গকিলোমিটারকে অরণ্য এবং এক লক্ষ ১২ হাজার ১৪ বর্গকিলোমিটারকে বৃক্ষপূর্ণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। শ্রী যাদব দেশের বনাঞ্চলের আয়তন বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ভারতের অরণ্য সর্বেক্ষণ, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বহু জায়গায় দাবানল প্রতিরোধ করতে পেরেছে।
উল্লেখ্য, উপগ্রহ মারফত সংগৃহীত তথ্য এবং ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে তথ্য দিয়ে প্রতি দু বছরে এই প্রতিবেদন প্রকাশ করা হয়ে থাকে।