ভারতে নির্মিত স্বল্পদৈর্ঘের ছবি অনুজা এবার অস্কার পুরস্কারে সেরা শর্ট ফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে। অনুজা ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস এবং সুচিত্রা মাতাই। ছবিতে গুনীত মোঙ্গা, প্রয়াঙ্কা চোপড়া ও মিন্ডি কলিং অভিনয় করেছেন। ছবির বিষয়বস্তু একটি ৯ বছরের মেয়ে ও তার বোনের জীবনকে নতুন ভাবে চেনা।