পার্থের অপটাস স্টেডিয়ামে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৮ রানে এগিয়ে এগিয়ে গেছে। ৭ উইকেটে ৬৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে শেষ হয়ে যায়। মিচেল স্টার্ক ২৬, এলেক্স ক্যারি ২১ রান করেন। ভারত অধিনায়ক জশপ্রীত বুমরাহ পাঁচ উইকেট নিয়েছেন। হর্ষিত রানা তিন, মহম্মদ সিরাজ দুই উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে বিনা উইকেটে ১৭২ রান করেছে। যশস্বী জয়সওয়াল ৯০, কেএল রাহুল ৬২ রানে অপরাজিত আছেন। উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে করেছিলো ১৫০ রান।
Site Admin | November 23, 2024 6:21 PM