ভারতের সৌর শক্তির উৎপাদন ক্ষমতা গত ১০ বছরে ৩২ গুণ বেড়েছে। এর ফলে ২০৩০ এর মধ্যে দেশের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ৫০০ গিগা ওয়াটে পৌঁছে যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। নতুন দিল্লিতে দুদিনের আন্তর্জাতিক সোলার ফেস্টিভ্যালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভাষণে তিনি জানান, গত কয়েক বছরে ভারত পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ করেছে।