ভারতের সংস্কারমুখী অর্থনীতির জনক প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত।
রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
কৃতী ছাত্র, নামী শিক্ষক, ডঃ মনমোহন সিং তার বর্ণময় জীবনে ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। যোজনা কমিশনের উপা অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত। অসম থেকে রাজ্যসভার সাংসদ মনমোহন সিং পি ভি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রীতে ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী। দেশের অর্থনীতির উদারীকরণে এবং সংস্কারে গতি আনতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, ডঃ মনমোহন সিং সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি একই রকম স্বাচ্ছন্দ্যে শিক্ষা ও প্রশাসনের কাজ করেছেন। ভারতীয় অর্থনীতির সংস্কারে সরকারি অফিসে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
উপ-রাষ্ট্রপতি তাঁর বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিশিষ্ট অর্থনীতিবিদ বলে অভিহিত করেন, যিনি ভারতের অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছিলেন।
গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ তার অন্যতম মহান এক নেতাকে হারালো। দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে ডক্টর সিং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তার অবদান দেশ চিরদিন মনে রাখবে।
শোকবার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ডঃ মনমোহন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।